আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পুর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযান

পুর্বাচল উপশহরে

পুর্বাচল উপশহরে

রূপগঞ্জ প্রতিনিধি :  রূপগঞ্জ উপজেলার পুর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের পর্শি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সোমবার সকাল থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন, রাজউকের এক্সিউকেটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মনিরুল হকসহ রাজউক কর্মকর্তারা। উচ্ছেদের সময় বিপুল পরিমান পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক মনিরুল হক বলেন, এসব এলাকায় রাজউকের নকশা অনুসারে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। তাই এলাকায় অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ ও টিলার মাটি গুলো সরিয়ে নেয়া হচ্ছে। উপশহরের বসবাসরত অবৈধ ভাবে বসবাসরত আধিবাসীদের উচ্ছেদ করার অন্যতম কারন হচ্ছে, এখানে রাস্তাঘাট নির্মাণে ঠিকাদারদের বিভিন্ন ভাবে হয়রানি করে। এ উচ্ছেদ অভিযান দুই দিন ব্যপী চলবে।