আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্কুলের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা -প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ মিনার

শহীদ মিনার

রূপগঞ্জ  প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবের এলাকার একটি বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানের একটি শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দূবৃত্তরা। গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবের এলাকার কর্ডোভা হাই স্কুলের নির্মিত শহীদ মিনারটি ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর জানান, রোববার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের একটি পাকা শহীদ মিনার ভেঙ্গে ফেলে। সোমবার সকালে শহিদ মিনারটি ভাঙ্গা দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে শিক্ষার্থীরা ভাষা শহীদদের শ্রদ্ধায় নির্মিত শহীদ মিনারটি ভেঙ্গে ফেলার প্রতিবাদে রূপগঞ্জ ইছাপুরা সড়কে মানববন্ধন করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবী , ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনার ভেঙ্গে দিয়ে বাঙালির হৃদয়ে আঘাত করেছে, তাই এর উপযুক্ত বিচার দাবী করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ন্যাক্কারজনক ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কোন প্রকার ছাড় দেয়া হবে না। তদন্ত করা হচ্ছে।