আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু,কেন্দ্রে ১৪৪ ধারা জারি

এইচএসসি

এইচএসসি

সংবাদচর্চা ডেস্ক:

এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে আজ সোমবার সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে । দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন।

এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী, পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। আগামী ১৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হবে। ১৪ থেকে ২৩ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি ও সমমানে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে। ২০১৭ সালে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। এ বছর সেই সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেড়েছে। গত বছরের তুলনায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৭৯টি। আর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৪৪টি।

প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো এবার সর্বশক্তি নিয়োগ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ দেশের ১৭টি সংস্থা গত কয়েকদিন ধরেই নজরদারি করছে।

বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যম, পরীক্ষা কেন্দ্র, শিক্ষকসহ প্রশ্নপত্র সংরক্ষণের ট্রেজারি ও থানাগুলোয়ও কড়া নজরদারি চলছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ২৯ মার্চ থেকে সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনেও নজরদারি বাড়িয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।