আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবীতে সাধারন ছাত্র পরিষদের মানববন্ধন

চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবীতে

 চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবীতে

মাদারীপুর প্রতিনিধি:
সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবীতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন করেছে সাধারন ছাত্র পরিষদ।
শনিবার সকালে জেলার শিবচর উপজেলার স্বাধীনতা চত্ত্বরে সাধারন ছাত্র পরিষদের মানববন্ধনেবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, চাকুরী প্রত্যাশসহ বিভিন্ন শ্রেনী পেশার  মানুষ অংশ গ্রহন করেন।

এসময় রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফ, বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা রাকিবুল হাসান সেলিম, শিবচর শাখার সমন্বয়ক রেজাউল ইসলাম হৃদয়, মানিক মিনা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিব বেপারী, সাধারন সম্পাদক সৌরভ রায়, সরকারী বরহামগঞ্জ কলেজের ভিপি সায়েখ মিয়া, জিএস মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র গুলোতে সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরেরও বেশি। কিন্তু আমাদের দেশে প্রবেশের বয়সসীমা মাত্র ৩০ বছর। আমাদের দেশের বিশ^বিদ্যালয় গুলোর সেশনজট বিবেচনা করে চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা জরুয়ারী প্রয়োজন।