আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আড়াইহাজারে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী

আড়াইহাজারে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার  সংবাদদাতা:

শনিবার যথাযোগ্য মর্যাদায় আড়াইহাজার উপজেলায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও জন্মদিরে কেক কাটা হয়। দিনের শুরুতে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা সদরের মুক্তিযোদ্ধা এস এস মাজহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।

ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী ওয়াজউদ্দিন, সহকারী কমিশনার ভুমি রেজওয়ান-উল-ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া, ওসি এম এ হক, কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকতা রাফেজা খাতুন, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী শাহীন আলম প্রমুখ। সভা শেষে শিশুদের মাঝে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।