আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষকেরা মহাবিপাকে রূপগঞ্জে পাউবোর ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণ

রূপগঞ্জে পাউবোর

রূপগঞ্জে পাউবোর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশন ক্যানেল ভরাট করে নিজেদের যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেছেন পারটেক্স গ্র“প। এতে স্থানীয় কৃষকেরা চলতি ইরি-বোরো মৌসুমে পানি সেচ ও পানি নিষ্কাশনের জন্য মহাবিপাকে পড়েছেন। উপজেলার তারাব পৌরসভার সীমানা ও ভুলতা ইউনিয়নের সীমানা ঘেঁষে কর্ণগোপ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন পারটেক্স গ্র“প। ওই কোম্পানির যানবহান চলাচলের ফলে ওই ক্যানেল ও রাস্তা ভেঙে পড়েছে।
উপজেলার মীরকুটিরছেও এলাকার কৃষক আমান উল্লাহ জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা মৌজায় পারটেক্স গ্র“প সরকারি ক্যানেল বালু দিয়ে ভরাট করে নিজেদের যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেছে। এতে ওই এলাকায় আবাদযোগ্য ফসলি জমি অনাবাদি হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের একমাত্র পানি নিষ্কাশন খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করায় চলতি মৌসুমে ইরি-বোরো চাষ ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলের চাপে রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ভেঙে পড়ায় কৃষকের ফসলি জমি অনাবাদি পড়ে রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশন খাল ও সরকারি জমি ভরাট না করার জন্য পাউবোর পক্ষ থেকে পারটেক্স গ্র“পকে নোটিশ করা হয়েছে। তারপরও রাতের অন্ধকারে পারটেক্সে কর্মরত ছদরুল ও ইউসুফ সরকারি ক্যানেল বালু দিয়ে ভরাট করছে।
এ ব্যাপারে পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. হাসান মিয়া জুয়েল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পারটেক্স গ্র“পকে নোটিশ করা হয়েছে। ওই রাস্তা দিয়ে সকল প্রকার ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, সরকারি ক্যানেল ভরাট সম্পূর্ণ বেআইনী। এ ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করা হবে।