পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনএস.ডি রিপন মাহমুদ ॥
“সময় এখন নারীর” উন্নয়নের তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” পিরোজপুরে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচী।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও নিবন্ধনকৃত সমিতি সমূহের সহযোগীতায় সকালে একটি র্যালী কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনঃ রায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ সিদ্দীকী।
আন্দোলনের মধ্যদিয়ে নারী ক্ষমতায়ন বাস্তবায়নের জন্য পরিবার থেকে নারীদের গড়ে তুলতে হবে। নারীদের অধীকার রক্ষায় পরিবারকে সচেতন হতে হবে এবং মেয়েদের অধিকার রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোন ক্ষেত্রে নারীদের পিছিয়ে রাখার সুযোগ নেই, সেক্ষেত্রে নারীদের সমাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার নিশ্চিত করতে হবে এবং নারীদের অধিকার রক্ষায় সকলকে স্বোচ্ছার হতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকতা মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী প্রমূখ। সভা শেষে প্রধান অতিথি, নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন এবং স্টল গুলো পরিদর্শন করেন।