আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগ করে নৌকার বিরুদ্ধে যে কাজ করবে তাকে উচিত শিক্ষা দিতে হবে-মেয়র লিটন

নৌকার বিরুদ্ধে

আ.লীগ করে নৌকার বিরুদ্ধে যে কাজ করবে তাকে উচিত শিক্ষা দিতে হবে-মেয়র লিটননৌকার বিরুদ্ধে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, নৌকা প্রতীক আমাাদের মর্যদার আমাদের সম্মানের আমাদের গর্বের আমাদের স্বাধীনতার।

তাই নৌকা প্রতীককে সম্মান রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এবং নৌকা প্রতীকের প্রার্থী যে হবে তাকে বিজয়ী করতে হবে সকলে ঐক্যবদ্ধ ভাবে। আওয়ামীলীগ করে শেখ হাসিনার নৌকার বিপক্ষে যে কাজ করবে এবং বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করবে তাকে সমুচিত শিক্ষা দিতে হবে মাঠে।

কোন প্রকার নৌকার অবমাননা করে কোন আওয়ামীলীগ প্রার্থী অন্য প্রতীকের নির্বাচন করতে পারবে না। কথাগুলো বললেন প্রধান অতিথি হিসাবে ২ নং লক্ষনপুর ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় মেয়র লিটন।

বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও শার্শা উপজেলার বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর সভাপতিতিত্বে প্রধান অতিথি মেয়র লিটন বলেন,নৌকার কোন শত্রতা নয় শুধু মুজিব চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। মুজিব চেতনা যার ভিতর আছে বাংলাদেশ আওয়ামীলীগ সংগঠন যে করে তার নৌকার প্রতীকের প্রার্থীর কাছে দাঁড়িয়ে যাওয়া।

যারা বাংলাদেশ আওয়ামলীগ করে নৌকা প্রতীকের বাইরে কাজ করবে নৌকাকে বিভাজন করছে শার্শাকে বিভাজন করছে তাদের মাঠে সমুচিত শিক্ষা দিতে হবে। কোন প্রকার আওয়ামীলীগে করে অন্য প্রতীক নিয়ে মাঠে ময়দানে কাজ করবে সেই রকম কর্মী বাংলাদেশ আওয়ামলীগের কর্মী হতে পারে না। তিনি আারো বলেন ২ নং লক্ষনপুর ইউনিয়নে শেখ হাসিনা মরহুম চেয়ারম্যান সালাউদ্দিন শান্তির স্ত্রী আনোয়ারা খাতুনকে নৌকা প্রতীক দিয়েছে তার বিরুদ্ধে যে আওয়ামীলীগ করে অন্য প্রার্থীর বা প্রতীকের কাজ করবে তাকে দল থেকে বহিস্কার করা হবে। আমরা নৌকা প্রতীকের প্রার্থীকে অবশ্যই জয়ী করব ইনশাল্লাহ।

মেয়র লিটন বলেন এই নির্বাচন আমাদের প্রতীক এটা আমাদের সম্মান এটা আমাদের মর্যদার প্রশ্ন। তাই আমাদের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারা বেগমকে জয়ী করতে হবে। শার্শার ১১ টি ইউনিয়নের নেতা কর্মীদের মতবিনিময় সভায় তিনি বলেন আপনারা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবেন। যারা যে আতœীয় স্বজন আছে লক্ষনপুর ইউনিয়নে সেখানে যেয়ে আপনাদের ভোট চেয়ে নৌকার মাঝি আনোয়ারাকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।

এ সময় বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম বেনাপোল পৌর আওয়ামলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার , দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষায়ক সম্পাদক কোরবান আলী, আওয়ামলীগ নেতা আলীম রেজা বাপ্পী, ওবাইদুর রহমান সেলিম রেজা বিপুল যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।