আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসছে জাগুয়ারের বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ি

আসছে জাগুয়ারের বৈদ্যুতিক গাড়িবৈদ্যুতিক গাড়ি

বিনোদন: প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে জাগুয়ার।
ধারণা করা হচ্ছে এই গাড়িটি দিয়ে টেসলা মডেল এক্স এসইউভির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার উন্মোচন অনুষ্ঠানে জাগুয়ার আই-পেইস ও টেসলা মডেল এক্স-এর মধ্যে প্রতিযোগিতাও দেখানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
মডেল এক্স ও মডেল এস-এর মতোই দুইটি বৈদ্যুতিক মোটর রয়েছে আই-পেইস-এ। চাইলে গাড়িটি এখনই কিনতে পারবেন গ্রাহক।
অস্ট্রিয়া’র গ্রাজ-এ জাগুয়ার ল্যান্ড রোভার-এর উৎপাদন কারখানায় গাড়িটির উন্মোচনকালে উপস্থাপক জ্যাক হোয়াইটহল বলেন, “এই মুহূর্ত থেকে এটি কেনা যাবে।”
সিঙ্গল স্পিড স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ব্যবস্থা রয়েছে জাগুয়ার আই-পেইস-এ, যা বেশির ভাগ বৈদ্যুতিক গাড়িতেই দেখা যায়। জাগুয়ারের দাবি একবার পূর্ণ চার্জে ২৪০ মাইল চলবে আই-পেইস। শূন্য থেকে ঘন্টায় ৬০ মাইল গতি তুলতে গাড়িটির সময় লাগবে সাড়ে চার সেকেন্ড।
প্রতিষ্ঠানটির নকশা বিভাগের পরিচালক ইয়ান ক্যালাম বলেন, ১০ বছর স্থায়ী করতে ব্যাটারি নকশা করেছে জাগুয়ার। ৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে গাড়িটির ব্যাটারি।
গাড়িটির ভেতরে রয়েছে উন্নত ন্যাভিগেশন ব্যবস্থা। এর মাধ্যমে আশপাশের চার্জিং স্টেশন দেখতে পারবেন চালক। সময়ের সঙ্গে চালকের পছন্দমতো সেটিংস শিখতে পারবে আই-পেইস।
২০১৬ সালে প্রথম গাড়িটির ‘কনসেপ্ট’ দেখিয়েছিল জাগুয়ার। ইতোমধ্যেই হাজারো গ্রাহক গাড়িটির প্রতি আগ্রহ দেখিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।