আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৯৯ বছর বয়সে সাঁতারে বিশ্বরেকর্ড

৯৯ বছর বয়সে

৯৯ বছর বয়সে সাঁতারে বিশ্বরেকর্ড৯৯ বছর বয়সে

সংবাদচর্চা ডেস্ক: মানুষ যে বয়সে ঠিকভাবে কথা বলতে পারে না, হাঁটা চলা করতে পারে না। সেই বয়সে সাঁতারে বিশ্বরের্কড গড়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ৯৯ বছর বয়সী  জর্জ করোনেস নামে অস্ট্রেলিয়ান এক বৃদ্ধ। যিনি কিনা মাত্র ৫৬.১২ সেকেন্ডে ৫০ মিটার সাঁতরে বিশ্ব রেকর্ড গড়েছেন।

কমনওয়েলথ গেমসের গোল্ড কোস্ট প্রতিযোগিতায় অংশ নেন ১০০-১০৪ বছর বয়সীরা। এদের মধ্যে একমাত্র করোনেসই একা একা করো সাহায্য ছাড়াই সাঁতার কেটেছেন। আসছে এপ্রিলেই জর্জ করোনেসের বয়স ১০০ পূর্ণ হবে। তার রেকর্ড গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

প্রতিযোগিতার পর উচ্ছ্বসিত জর্জ করোনেস বলেন, এটা ছিলো উদাহরণ সৃষ্টি করার প্রতিযোগিতা। আমিও প্রস্তুত ছিলাম শক্ত হাতে যেকোনো বাধা অতিক্রম করার জন্য।