আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায় সি এন জি উল্টে আহত ৪

সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায়

সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায়

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে পুলিশের হাত থেকে রক্ষা পেতে সি এন জি উল্টে চালক-সহ ৪ জন আহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,(২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকা চট্রগ্রাম মহা সড়কে মোগরাপাড়া চৌরাস্তা থেকে মেঘনা শিল্পাঞ্চলে যাওয়ার পথে একটি সি এন জি রওনা হয়ে আষারিয়ার চর ব্রীজের কাছে পৌছলে কর্মরত কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের গাড়ি ওই সিএনজি-টিকে ধাওয়া করে।

সিএনজি চালক পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আষারিয়ারচর রাস্তায় গ্রামের ভেতর তড়িঘড়ি করে ঢুকতে চেষ্টা করে,পুলিশের গাড়িটি পিছনে ছুটতে থাকলে আষারিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে ওই সিএনজিটি ৪ জন প্যাসেঞ্জার-সহ উল্টে গেলে সকলেই আহত হয়।

আহতদের মধ্যে ঝাউচর গ্রামের সুরুজ মিয়া (৭০) কে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং তার ছেলে-বউ মোসাম্মৎ পতি (২৫) কে হাত ভেংঙে যাওয়ার কারনে ঢাকার পংঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন অজ্ঞাত, আরেকজন আড়াইহাজার লশকরদী গ্রামের আরব আলীর ছেলে সুমন।
জানতে চেয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদারের মুঠোফোনে কল করলে ফোনটি রিসিপ্ট করেনি।