আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের জামিন আবেদন খারিজ

লালু প্রসাদের জামিন আবেদন খারিজ

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের জামিন আবেদন খারিজলালু প্রসাদের জামিন আবেদন খারিজআন্তর্জাতিক ডেস্ক:

আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির প্রধান লালু প্রসাদ যাদব গতকাল  রাঁচি হাইকোর্টে জামিন চান ।

ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিং লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ করে দেন। এতে লালু প্রসাদের আর তাঁর পরিবারের সঙ্গে এবার হোলি উৎসব পালন করার সুযোগ হলো না।

গত ৬ জানুয়ারি পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হলে রাঁচির বিশেষ সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রুপি জরিমানার নির্দেশ দেন। পশুখাদ্য কেলেঙ্কারি মোট ছয়টি মামলা দায়ের হয়েছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে।

সর্বমোট ৮৯ কোটি রুপির এই পশুখাদ্য কেনার দুর্নীতি নিয়ে বিহারের সিবিআই আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এর আগে ২০১৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার জন্য ভুয়া ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিবিআইর দায়েরকৃত মামলায় লালু প্রসাদকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ লাখ রুপি জরিমানা করা হয় লালু প্রসাদের। ওই মামলার পর লালু প্রসাদ তাঁর সাংসদ পদ হারান এবং তাঁকে ছয় বছরের জন্য নির্বাচনে দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়। পরে লালু প্রসাদ সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান।

এরপর গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম রায় ঘোষিত হয় দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার দুর্নীতি মামলার। ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী থাকার সময় ভুয়া ভাউচার দাখিল করে দেওঘর ট্রেজারি থেকে ৮৯ লাখ ২৭ হাজার রুপি আত্মসাৎ করেন।

এই মামলায় অবশ্য গত ২৩ ডিসেম্বর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ সাতজনকে বেকসুর খালাস দেন সিবিআইর ওই বিশেষ আদালত। দোষী সাব্যস্ত করা হয় লালু প্রসাদ যাদবসহ ১৬ জনকে। রায় ঘোষণার পর পুলিশ ওই দিনই লালু প্রসাদকে নিয়ে যায় রাঁচির বিরসামুন্ডা কেন্দ্রীয় কারাগারে। এরপর গত ৬ জানুয়ারি দেওয়া হয় দ্বিতীয় দেওঘর ট্রেজারির পশু কেলেঙ্কারি মামলার অর্থ আত্মসাতের রায়। তাতে লালু প্রসাদকে সাড়ে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।