তারাব পৌরসভায় ২ বছরে দৃশ্যমান উন্নয়নে মেয়র হাছিনা গাজীর নাগরিক সমাজের আস্থা অর্জন
সংবাদচর্চা ডেস্ক:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী সাফল্যের সাথে ২ বছর যাবৎ পৌরবাসীর সুখে দুঃখে পাশে থেকে দৃশ্যমান উন্নয়নে অবদান রেখেছেন। তারাব পৌর সভা প্রতিষ্ঠার পর থেকে অন্য মেয়রদের চেয়ে হাছিনা গাজী স্বল্প সময়ের মধ্যে চোখে পড়ার মত উন্নয়ন মূলক কাজ করেছেন।অর্জন করেছেন নাগরিক সমাজের আস্থা।
তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হয়েছে ৭ ফেব্রুয়ারি। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি পৌর এলাকাকে মাদক মুক্ত করতে কাজ শুরু করেন। মাদক মুক্ত করতে তিনি শতাধিক মাদক কারবারী ও মাদক সেবিদের ভ্রাম্যমান আদালতের আওয়তায় এনে জেল-জরিমানা প্রদান করেছেন। যার দরুন বর্তমানে এখানে শতকরা ৮০ভাগ মাদকমুক্ত রয়েছে।
এরপর তিনি পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অব্যবস্থাপনা, জঙ্গী,চাঁদাবাজ,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।
পৌর এলাকার বিভিন্ন ওয়াডে বাল্যবিবাহ, ইভটিজিং, ভেজাল খাদ্য মুক্ত করণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবন্ধিদের সহায়তা প্রদানসহ সমাজের নানা অপরাধ দমনে ও উন্নয়ন মূলক কাজ করে সফলতা অর্জন করেছেন।
তিনি বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, সমাজের বিশিষ্ট নাগরিক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিভিন্ন বিষয়ে জনসচেতনা বৃদ্ধি করছেন।
বিশেষ করে বাল্যবিবাহ মুক্ত করতে কাজী, ঈমাম ও জনপ্রতিনিধিদের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে শপথ গ্রহন করান।যার ফলে বর্তমানে পৌর এলাকায় বাল্য বিবাহের পরিমান হ্রাস পেয়েছে।
নাগরিক সমাজের একাধিক ব্যক্তি বলেন,মেয়র হাছিনা গাজী কয়েক শত কোটি টাকার জনকল্যাণ ও উন্নয়নের মাধ্যমে প্রশংসা অর্জন করেছেন।আমরা তার কাজে সস্তুষ্ট । প্রথম নারী মেয়র হিসেবে তিনি ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন।