আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া নির্বাচনে যেতে ভয় পায় -তথ্যমন্ত্রী ইনু

খালেদা জিয়া নির্বাচনে যেতে ভয় পায়

খালেদা জিয়া নির্বাচনে যেতে ভয় পায় -তথ্যমন্ত্রী ইনুখালেদা জিয়া নির্বাচনে যেতে ভয় পায়

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃতথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা ও তার ছেলে দেশকে গিলে খেয়েছে। খালেদা চোর, এতিমের টাকা খায়। তাই তার জেল হয়েছে। তাই সে নির্বাচনে যেতে ভয় পায়। খালেদা জেলে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আমি জেলে থাকা অবস্থায় এতো সুযোগ সুবিধা পাই নাই। খালেদা জেলে সুখে আছে।

বুধবার সন্ধার আগে লালমনিরহাটের হাতীবান্ধায় জাসদের জনসভায় প্রধান অথিতি হিসেবে তিনি এসব কথা বলেন।
তথ্য মন্ত্রী আরও বলেন, খালোদা জঙ্গীদের নেত্রী। আর শেখ হাসিনা মানবতার নেত্রী। তিস্তা নিয়ে কোন পাগলামী চলবে না। অতি শ্রীঘই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। আমার নিজের অর্থায়নে পদ্মা সেতু করছি। তাই তিস্তা নদীও শাসন করতে পররবো। আমরা যে সব সুযোগ সুবিধা পাচ্ছি ছিটমহলবাসীও তা পাবে।খালেদা জিয়া নির্বাচনে যেতে ভয় পায় -তথ্যমন্ত্রী ইনু

তিনি আরও বলেন, নির্বাচন যথাসময়ে হবে ও সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা সরকারের নেই। আদালত ঠিক করবে খালেদা নির্বাচন করতে পারবে কি না। খালেদা কে নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। খালেদার কাজ এখন আদালতে ওঠা ও বসা। নির্বাচন না হলে ভুতের সরকার আসবে। আন্ধকারে যাবে দেশ। কে নির্বাচনে আসবে, কে আসবে না তা আমাদের আসে যায় না।

হাতীবান্ধা উপজেলা জাসদের সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এমানুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, এমদাদুল হক এমদাদ, লালমনিরহাট জেলা জাসদ‘র সা. সম্পাদক মাহফুজ সাজু, দিনাজপুর জেলা সা. সম্পাদক শহিদুল ইসলাম, নীলফামারীর সভাপতি আজিজুল ইসলাম,হাতীবান্ধা উপজেলা জাসদের সাধারন সম্পাদক বজলার রহমান বজু প্রমুখ।