রূপগঞ্জ প্রতিনিধি:
ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক।
২১ শে ফেব্রুয়ারী রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বলেন,পৃথিবীর ইতিহাসি কোন জাতি তাদের মাতৃভাষার জন্য জীবন দেন নাই ।একমাত্র বাঙালিরাই তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন,আমি সেই সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।একুশ বাঙালির জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায় ।বাঙালির জাতিসত্তার বিকাশে ভাষা শহিদেরা আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রেরণা যুগিয়েছেন।
তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে।ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ভুলবার নয়।ভাষার জন্য বঙ্গবন্ধু জেল খেটেছেন।
ভাষা শহিদদের মর্যাদা বৃদ্ধি সহ বাংলা ভাষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।বাংলা ভাষাকে অফিস আদালতের ভাষা হিসেবে ব্যবহার কর হচ্ছে।শেখ হাসিনার কল্যাণে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। যা বাঙালিদের জন্য এক গৌরবময় অধ্যায়।
এ সময় উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।