শ্যামনগরে ট্রাক চাপায় এক এনজিও কর্মী নিহত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চাউল ভর্তি ট্রাক চাপায় এক এনজিও কর্মীর মারা গেছেন। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন(৫৩)।
সে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মফিজ উদ্দিন গাজীর ছেলে। শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনে পিওন পদে চাকুরী করতেন।
শ্যামনগর থানা পুলিশ ও মৃতের ভাইয়ের ছেলে আব্দুল জলিল জানান মঙ্গলবার সন্ধ্যার পূর্বে আবুল হোসেন নিজ কর্মস্থল নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন থেকে বাইসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন এ সময় শ্যামনগর- নওয়াবেঁকী রোডে হাতেমের মোড় নামক স্থানে শ্যামনগর-নওয়াবেঁকী অভিমুখী চাউল ভর্তি একটি ট্রাকের সামনের চাকার হাওয়া চলে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে আবুল হোসেনকে চাপা দেয়।
সাথে সাথেই আবুল হোসেনের মৃত্যু হয়। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশের সহায়তায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক ট্রাকের নং- ট-১৪-৩৭৩০। জানা যায় ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নং৮৪২।