আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বছর শুরু থেকে ১২ নারী ও শিশু সহিংসতার শিকার

সহিংসতার শিকার

সহিংসতার শিকারবছর শুরু থেকে ১২ নারী ও শিশু সহিংসতার শীকারবছর শুরু থেকে
১২ নারী ও শিশু
সহিংসতার শীকার

নিজস্ব প্রতিবেদক:
নতুন বছর ২০১৮ সালের শুরু থেকে আজ ২০ ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন ঘটনায় সহিংশতার শীকার হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। বছরের শুরু থেকে অনেক নারী ও শিশু বর্বরতার শীকার হয়েছেন। বছরের শুরু থেকে ১২ জন শিশু, কিশোরী ও নারী সহিংসতার শীকার হয়েছেন। আর এই ১২ জনের মধ্যে ৭ জনই শিশু। যার মধ্যে ১ বছরের শিশু একজন, ২ বছরের শিশু একজন, ৩ বছরের শিশু একজনকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। ১০ ও ১২ বছরের দুই শিশু কন্যাকে ধর্ষণ শেষে হত্যা এবং ৮ বছরের শিশু কন্যাকে হত্যা ও ৯ বছরের এক শিশুকে হত্যা করা হয়। এছাড়াও ৪ জন নারী হত্যার শীকার হয়েছেন এদের মধ্যে একজন অন্তঃস্বত্তা এবং একজন বৃদ্ধ। বাকী একজন ধর্ষণ ও ধর্ষণকা- ভিডিও করে রাখার অপমানে আত্মহত্যার চেষ্টা চালায়।
কবে, কখন ও কোথায় ঘটনাগুলো ঘটেছে-
১৬ ফেব্রুয়ারী ফতুল্লা থানার কাশীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও করে রাখার ঘটনায় কিশোরী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরিটির শরীরের ৯০ শতাংশ আগুনে ঝলশে গেছে। কিশোরিটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুরে অজ্ঞাত এক বছরের শিশুকে শ্বাসরোধে ও নির্যাতন করে হত্যা করা হয়।
১২ ফেব্রুয়ারী রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রী মাধবী আক্তার (২২) কে শ্বাসরোধে হত্যা করে স্বামী। একই দিন নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহে আত্বহত্যা করে গৃহবধু মুক্তি বেগম (৩৭), এ ঘটনায় তার ছেলে পিতার নামে থানায় মামলা দায়ের করেন।
৮ ফেব্রুয়ারী আড়াইহাজার উপজেলায় খিরদাসদী গ্রামের আনাস (২) ও বগাদি গ্রামের জোনায়েদ (৩) নামে দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
৪ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলাবাজার একালায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মোনালিসা (১২) কে ধর্ষণ করে হত্যা করে ঘাতক সাইদ, বর্তমানে সে বিদেশে পলায়নরত রয়েছে।
২৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার আসরাফুল ইসলামের স্কুল পড়–য়া মেয়ে রোকসানা আক্তার (১০) কে স্কুলে যাওয়ার পথে বোড়ানোর কথা বলে কথিত দুলাভাই অপহরণ করে বন্দরের টি হোসেন গার্ডেন এলাকায় নিজের বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে হাত-পা-মুখ বেধে নির্মমভাবে হত্যার পর লাশ একটি বস্তায় ভরে ফেলে দেয়।
২১ জানুয়ারী আড়াইহাজার গোপালদীর ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী সুরাইয়া আক্তারকে (৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিখোঁজের ১২ দিন পর মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
৬ জানুয়ারী সিদ্ধিরগঞ্জে জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে আসমা (৩৬) নামে ৭ মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
৪ জানুয়ারী সিদ্ধিরগঞ্জে নানি পারভীন আক্তার (৫০) ও তার নাতি মেহেদী হাসান (৯) নিজ বাসায় খুন হয়।