আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শার্শায় পুলিশের অভিযানে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক-১

পুলিশের-অভিযানে

শার্শায় পুলিশের অভিযানে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক-১

পুলিশের-অভিযানে

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানার সামটা বাজার চৌরাস্তার মোড় থেকে ১টি ওয়ান শ্যুটারগান পিস্তল ও ২রাউন্ড গুলি সহ মোঃ শফিকুল ইসলাম শফি(৩৮) নামে একজনকে আটক করেছেন শার্শা থানার এস আই আবুল হাসান। শফিকুল ইমলাম শফি শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শফি শার্শা থানার সামটা বাজার চৌরাস্তা দিকে অবস্থান করছিলো এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অবস্থান করে তার কাছে থাকা ১টি ওয়ান শ্যুটারগান পিস্তল ও ২রাউন্ড গুলিসহ তাকে আটক করি।তিনি আরও বলেন আটককৃত শফির বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। শার্শা থানার তদন্ত ওসি তাসমিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।