আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে নাশকতার ৩ মামলায় আগাম জামিন বিএনপি নেতাকর্মীদের

সোনারগাঁয়ে নাশকতার ৩ মামলায়

সোনারগাঁয়ে নাশকতার ৩ মামলায় আগাম জামিন বিএনপি নেতাকর্মীদেরসোনারগাঁয়ে নাশকতার ৩ মামলায়

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের দায়ের করা নাশকতার ৩টি মামলায় জামিন পেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান সহ ৭৫ জন নেতাকর্মী।

১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আকরাম হোসেনের দৈত বেঞ্চ ২ মাসের আগাম জামিন প্রদান করেছে।

গত ৮ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট্র দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও নাশকতার পরিকল্পনায় সোনারগাঁও থানা পুলিশ বাদী হয়ে বিএনপির প্রায় শতাধিত নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন। পুলিশের দায়ের করা তিনটি মামলায় সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আকরাম হোসেনের দৈত বেঞ্চে তিনটি মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান ও পিরোজপুর ইউপি (চেয়রম্যান) সিরাজুল হক ভুইয়া-সহ ৭৫ জন নেতাকর্মীকে ১০ এপ্রিল ২০১৮ ই তারিখ পর্যন্ত আগাম জামিন দিয়েছে। রাষ্ট্র পক্ষের আইনজীদের সাথে যুক্তি উপস্থাপন করে আসামীদের পক্ষে আইনজীবি ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন ও ব্যারিষ্টার সানজীদ সিদ্দিকী।
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহন করতে না পারে সে জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দুরে রাখার পায়তারা করছে ক্ষমতাসীন দল। দেশের মানুষ আগামী নির্বাচনে ভ্যলটের মাধ্যমে প্রমান করবে বিএনপি জন গনের দল।