বেড়ায় ১৭০ পিস ফেন্সিডিলসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বাকী বিল্লাহ্ঃবেড়া-সাঁথিয়া প্রতিনিধিঃপাবনার বেড়া উপজেলার পৌরমহল্লার শম্ভুপুর গ্রামের মৃত মোসলেম ব্যাপারীর ছেলে আব্দুর রাজ্জাক(৪৪) কে ১৭০ পিস ফেন্সিডিল ও ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম(৩৫)কে গ্রেফতার করেছে বেড়া মডেল থানা পুলিশ।
রবিবার দিবাগত রাত(১:০০)ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম,এস,আই সুব্রত কুমার বিশ্বাস ও এস,আই সুধীর সেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৃথকভাবে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
থানা সুত্রে জানা যায়,রাজ্জাক দীর্ঘদিন যাবত ভারতীয় অবৈধ্য নিষিদ্ধ ফেন্সিডিল অভিনব কায়দায় ব্যবসা করে আসছিল তার নিজ বাড়ীতে। রান্না ঘরের একপাশে গর্ত করে ফেন্সডিল রাখা হত সেখানে।
ফেন্সিডিল বিক্রয় করা হচ্ছে বলে বিষয়টি বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেনকে জানালে রাজশাহী রেঞ্জ ডি,আইজির নির্দেশে রাত্রি কালীন অভিযান পরিচালনা করে ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসীর উপস্থিতিতে ।একই এলাকার ওয়ারেন্টভুক্ত এবং মাদক ব্যবসায়ীকে আলাদা ভাবে দুইজনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।এব্যাপারে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, সবার সহযোগীতায় আমার থানাকে যেন মাদক ও অবৈধ কার্যকালাপ মুক্ত রাখতে পারি সে জন্য আমার অভিযান অব্যাহত থাকবে।