লালমনির হাটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিধবার আত্মহত্যা
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খাদিজা বেওয়া(৩৫) নামে এক বিধবা গৃহবধু আতœহত্যা করেছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার লালব্রীজ এলাকায় লালমনিরহাট রেলওয়ে রুটে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত খাদিজা উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামের মৃত লাভলু মিয়ার স্ত্রী।
ভাদাই ইউপি সদস্য আব্দুল কাদের জানান, গত বছর নিহত খাদিজার স্বামী লাভলু মিয়া মারা যায়। অভাবের সংসারের জীবিকা নির্বাহের এক মাত্র হাতিয়ার লাভলু মিয়ার মৃত্যুতে অভাব বেড়ে যায়। এতে অসহায় ও দিশেহারা হয়ে পড়ে খাদিজা। এরপর থেকেই কষ্ট করে কোন রকম দিন পার করে আসছিলো দুই ছেলে-মেয়েকে নিয়। তাদের পড়া-লেখার ও সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলো এবং মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সে।
এমতাবস্থায় রবিবার সকালে খাদিজা মেয়ের বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বোরকা পড়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। তবে বিদ্যালয়ে না গিয়ে উপজেলার লাল ব্রীজ এলাকায় লালমনিরহাট রেলওয়ে রুটে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতিপুর গামী একটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্মা করে সে।
এছাড়া লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানা পুলিশকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।