আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আবোল-তাবোল’ এফবিআইয়ের অভিযোগ : রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী

আবোল-তাবোল’ এফবিআইয়ের অভিযোগ : রুশ পররাষ্ট্রমন্ত্রীরুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ অভিযোগকে ‘আবোল-তাবোল’ বলে আখ্যাও দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর অভিযোগ ওঠে ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে। ওই নির্বাচনের পর থেকেই এ বিষয়ে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন। এরপর শুক্রবার এফবিআইয়ের ওই ঘোষণা আসে। বিবিসি

নির্বাচনে অনলাইনে হস্তক্ষেপে রাশিয়ার ১৩ নাগরিক ও তিনটি প্রতিষ্ঠান জড়িত বলে এফবিআই যে তথ্য দিয়েছে তার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা করেন তিনি।

জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে যোগ দিয়েছেন রুশ লাভরভ। সেখানেই তিনি এই প্রতিক্রিয়া জানান। লাভরভ বলেন, ‘তথ্যগুলো’ না দেখা পর্যন্ত এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। তার আগ পর্যন্ত এগুলো তাঁর কাছে আবোল-তাবোল বিষয় বলেই মনে হচ্ছে।