বেনাপোল ইমিগ্রেশনে ধর্মীয় অনুভুতিতে আঘাতকারী যুবক গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি:ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে শুক্রবার বেলা সাড়ে ৫ টার সময় জুয়েল চন্দ্রশীল নামে একজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।আটককৃত জুয়েল লক্ষীপুর জেলার রামগতি থানার চরলক্ষী গ্রামের বেজু কুমার শীল এর ছেলে।
ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন, ফেনী সদর থানার মামলায় দির্ঘদিন ধরে জুয়েল চন্দ্রশীল পলাতক ছিল। ঐ থানায় তার নামে একটি মামলা ছিল। যার নং ৩৯-১৫/০২ /১৫ইং তারিখ। ঐ মামলার জের ধরে বাংলাদেশের সকল ইমিগ্রেশনে ফেনি সদর থানা থেকে চিঠি ইস্যু করে। তারই জের ধরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী তার সেল ফোনে বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার ফলে তার নামে ফেনি থানায় একটি মামলা হয়। তাকে দির্ঘদিন খোজাখুজি করে না পাওয়ায় সকল ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার এস আই শরীফ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃত আসামিকে শনিবার যশোর আদালতে হাজির করা হবে।