বেড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১ নিহত ১
বাকী বিল্লাহ্ঃ(বেড়া-সাঁথিয়া)পাবনা প্রতিনিধিঃপাবনা-ঢাকা মহাসড়ক চাকলা মোল্লাবাড়ী নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাঁথিয়ার কালাইচড়া গ্রামের মোঃ গাফফারের ছেলে শুকুর আলী (১৭)নামের এক যুবক নিহত হয়েছে।গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক মিন্টু (৪০)।খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে স্থানীয় বেড়া হাসপাতালে ভর্তি করে।সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়,পুন্ড্ররিয়া থেকে একটি অটোভ্যান যাত্রী নিয়ে মহাসড়কে উপর পৌছায়। নগরবাড়ী থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাওয়ার পথে চাকলা মোল্লাবাড়ী নামক স্থানে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়।এসময় ভ্যানে থাকা একযুবক রাস্তার উপর ছিটকে পড়ে এবং বাসের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।হাইওয়ে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বিষয়টি বেড়া মডেল থানা পুলিশকে অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং পরিদর্শন করেন।এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।