আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জঙ্গী সন্ত্রাস দমনে আলেমদের আরো সক্রিয় হতে হবে:এমপি গাজী

জঙ্গী সন্ত্রাস দমনে আলেমদের

জঙ্গী সন্ত্রাস দমনে আলেমদের আরো সক্রিয় হতে হবে:এমপি গাজীজঙ্গী সন্ত্রাস দমনে আলেমদের

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গী সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে আলেম সমাজকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি বৃহষ্পতিবার রূপগঞ্জ  উপজেলার নগর পাড়া খামার পাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির ভাষণে রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলামা দস্তগীর গাজী বলেন,ইসলাম শান্তির ধর্ম এখানে কোন জঙ্গীবাদের স্থান নেই।

তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন,আলেম সমাজ প্রাচীন কাল থেকেই দেশের  শান্তি প্রতিষ্ঠা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে।আলেম দের মুক্তিযুদ্ধের চেতনা কে বুকে ধারণ করে মাদক সহ অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষে ধমীয় বয়ান বেশি বেশি করে করতে হবে যাতে  আমাদের যুব সমাজ মাদক হতে বিরত থাকে।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে গাজী বলেন,বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই আজ আপনারা শান্তিতে ধমীয় কাজ পালন করতে পারছেন। দেশের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী কাজে করে যাচ্ছে।নতুন নতুন ভবণ নির্মান করে দিচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।কোন ষড়যন্ত্রে আপনার পা দেবেন না।

এ ওয়াজ মাহফিলে কোরআন হাদিক থেকে আলেমরা গুরুত্ব পূর্ণ আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী,আওয়ামীলীগ নেতা মতি আকন্দ,রনজু,ফারুক মেম্বার,কায়েত পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।