রূপগঞ্জে পাকা রাস্তা দৃশ্যমানে এমপি ও মেয়রের সহায়তায় ১৪ হাজার মানুয়ের মুখে সুখের হাঁসি
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার জনগনের মুখে আজ সুখের হাঁসি। স্থানীয় এমপি ও পৌরসভার মেয়রের সহায়তায় এখানকার মানুষ সুখের ও আনন্দের হাঁসি হাঁসছেন। প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তা ও প্রায় ২ কিলোমিটার পিচ ঢালা রাস্তা দৃশ্যমান হওয়ায় স্থানীয় প্রায় ১৪ হাজার মানুষের মুখে সুখের হাঁসি ফুটেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় বসবাস করেন প্রায় ২০ হাজার মানুষ। ভৌগলিক অবস্থানের দিক থেকে এ ওয়ার্ডের অধিকাংশ এলাকা নিচু।
এ ওয়ার্ডের দক্ষিন মাসাব, উত্তর মাসাব, শান্তিনগর, কর্ণগোপ, তেঁতলাব, কান্দাপাড়া এলাকায় প্রায় ১৮ কোটি টাকা ব্যায়ে প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তা ও প্রায় ২ কিলোমিটার পিচ ঢালা রাস্তা দৃশ্যমানসহ ড্রেনেজ ব্যবস্থা, খাল খননের কাজ করা হয়েছে। এর ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
স্থানীয় লোকজন বলছেন, ৩নং ওয়ার্ড এলাকার কাউন্সিলর রাসেল সিকদার আমাদের এলাকার উন্নয়নের জন্য নিজের অর্থ ব্যয় করে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এলাকার ছোট-মাঝারি যে কোর রাস্তার কাজ ও পানি নিষ্কাশনের জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন। বহু বছর পরে হলেও আমরা মনের মতো কাউন্সিলর পেয়েছি।
সরোজমিনে গিয়ে দেখা যায়, পিচ ঢালা রাস্তার কাজ শেষ হয়েছে ও কাঁচা রাস্তার কাজ অধিকাংশ শেষ এবং খাল খননের কাজ চলছে। তেঁতলাব এলাকার স্বর্ণকুল সরকার বলেন, পৌরসভার মেয়র আমাদের এলাকার জন্য অনেক কাজ করছেন। মেয়রের কাছে যে কোন সমস্যার কথা জানালে প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের দিয়ে সমাধান করে থাকেন। সরোজমিনে গিয়ে দেখা যায়, কান্দাপাড়া বেঁড়িবাধ হয়ে যাত্রামুড়া এলাকা পর্যন্ত যে খাল রয়েছে তার খনন কাজ চলছে। কথা হয় স্থানীয় চা দোকাননী জসিম মিয়ার সাথে। তিনি বলেন, মাসাব এলাকার ঠাকা-সিলেট মহা সড়কের পাশে অবস্থিত (এসিএস) মিলস খালের অধিকাংশ জায়গা ভরাট করে রাখার কারনে প্রায় সাড়ে ৪শ বিঘা জমিতে সারা বছর ধরে পানি আটকা থাকে।
তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল সিকদার বলেন, আমার নির্বানিয় এলাকা অনেক নিচু। এখানকার মানুষ হালকা বৃষ্টি পানিতে অসহনিয় কষ্ট করে চলাচল ও বসবাস করেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তারাব পৌর মেয়র হাছিনা গাজীকে এলাকার সার্বিক বিষয়ে অবগত করা হয়। তার সুফল আমার এলাকার জনগন ভোগ করছে প্রায় ১৮ কোটি টাকার উন্নয়ন কাজ বর্তমানে দৃশ্যমান।
তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। আমিও আমার এলাকার উন্নয়নের ধারা অব্যহত রেখেছি। আমি আগামী ৩ বছরের মধ্যে পৌরসভাকে অধুনিক পৌরসভায় রূপান্তর করব।