আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ট্রাক-নসিমনের সংঘর্ষে নিহত ১

রূপগঞ্জে ট্রাক-নসিমনের সংঘর্ষে নিহত ১

রূপগঞ্জে ট্রাক-নসিমনের সংঘর্ষে নিহত ১

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন খাদে পড়ে নসিমন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এশিয়ান হাইওয়ের কাঞ্চন পৌরসভার কোশাব এলাকায় ট্রাক নসিমনের সংঘর্ষে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মেট্রো-ট ১৪-৩১৬৮ নাম্বারের একটি ট্রাক মেঘনা থেকে গম ভর্তি ট্রাক ও গাউছিয়া থেকে রড ভর্তি নসিমন এশিয়ান রোডের কাঞ্চনের দিকে যাচ্ছিল।

হটাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের পিছন দিকে তুলে দিলে ট্রাকের ধাক্কায় নসিমনসহ ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় নসিমনের চালক ঘটনাস্থলেই মারা যায়।

নসিমন চালক রবিউল আড়াইহাজার থানার বাজবী তাঁতীপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে জানা যায়। সে দীর্ঘদিন যাবত গাউছিয়া এলাকায় আজিজ টিন মার্কেটে নিয়মিত নসিমন চালিয়ে আসছিল।

ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন। ট্রাক চালক হাশেম ও হেলপার জালালের বাড়ী ঠাকুরগাঁও জেলায়। এ ঘটনায় হাইওয়ের থানার এসআই আব্দুল আলীম জানান চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এখন ট্রাকের মালিক আসলে তাদের সাথে আলোচনা করে ঘটনার নিস্পত্তি দেয়া হবে।