সোনারগাঁয়ে সাবেক সাংসদের মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার বাদ জোহর উপজেলার ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসায় সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শামীমের উদ্যোগে মাদ্রাসার সকল শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ,আওয়ামীলীগ,যুবলীগ-সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগনের উপস্থিতিতে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।তার মায়ের মাফরেরাত কামনায় মুফতী কামাল হোসেনের সাথে সকলে মুনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,প্রচার সম্পাদক নাসির উদ্দিন,আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন,পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক প্রকৌশলী আহম্মেদ আলী তানভীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা দীপক সূত্রধর,যুবলীগ নেতা সফিকুল ইসলাম,যুবলীগ নেতা মিজানুর রহমান ও ফারুক ওমর প্রমুখ।