আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় বাবা-ছেলের নামে ধর্ষণ মামলা

ভোলায়

ভোলায় বাবা-ছেলের নামে ধর্ষণ মামলাভোলায়

ভোলা প্রতিনিধি: ভোলায় বাবা ও ছেলে মিলে দুই কিশোরী বোন কে ধর্ষন করেছে। ছোট বোন কে বাবা ও  বড় বোনকে ছেলে ধর্ষণ করেছে বলে জানান ভিকটিমের পরিবার।

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার সকালে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

তাদের অভিযোগ একই এলাকার বাসিন্দা শফিউদ্দিনের ছেলে মঈন হাসান সম্রাট গত বৃহস্পতিবার তার বড় মেয়ে প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষন করায় তাকে আসামী করে শুক্রবার এ মামলা দায়ের করেন। এর আগেও শফিউদ্দিনের বিরুদ্ধে তার ছোট মেয়েকে ধর্ষনের একটি মামলা চলমান আছে।

ভুক্তভোগীর মা জানান, বৃহস্পতিবার বিকালে তার ১৮ বছরের প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ঘরে ঘুমিয়ে রেখে তারা পাশের ঘরে টিভি দেখার জন্য যায়। হঠাৎ তার বড় মেয়ে চিৎকার শুনে দৌড়ে এসে দেখে পাশের বাড়ীর শফিউদ্দিনের ছেলে মঈন হাসান সম্রাট তাদের ঘরে এবং বড় মেয়ে রক্তাক্ত্য অবস্থায় বিছানায় পরে আছে। তিনি ও তার ছোট মেয়ে সম্রাটকে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে সম্রাট পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। স্খানীয়দের সহায়তায় তিনি থানায় মামলা করেন। বর্তমানে সম্রাট পলাতক আছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ছগির মিয়া জানান, ধর্ষনের ঘটনায় ভিকটিম নিজে থানায় মামলা করেন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।