চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার এর দ্বিতীয় দিনে জমজমাট মেলা
ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউ তে গত ০৮ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৮। দ্বিতীয় দিনে সকালে শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা হয়। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
অধিবেশনের সভাপতি রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলমিন তার বক্তব্যে বলেন, মানুষের ৫টি মৌলিক চাহিদার অন্যতম হল বাসস্থান। প্রতিটি মানুষের যথোপযুক্ত বাসস্থান পাওয়ার অধিকার জাতিসংঘের ঘোষণা থেকে প্রমাণিত। আমাদের সংবিধানও বাসস্থানকে মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করেছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত সবারই নূন্যতম চাওয়া একটা সুন্দর ফ্ল্যাট তথা নিজস্ব ঠিকানা। নিজের একটা বাসস্থান মানুষের স্থিতিশীলতা, আত্মমর্যাদা এবং ব্যক্তিত্বকে অনেকগুণ বাড়িয়ে দেয়। বাংলাদেশে জমির তুলনায় জনসংখ্যার আধিক্যের কারণে বাসস্থানের সংকট প্রকট। আমরা শুধু বাসস্থানের সমস্যা সমাধানই করছি না দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছি। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব এর ডিরেক্টর ও রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, রিহ্যাব ডিরেক্টর ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক এবং রিহ্যাব এর ডিরেক্টর ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হাজী দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মোহাম্মদ জাফর, ঋষিকেশ চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, মহিউদ্দিন খসরু, আবদুল মতিন চৌধুরী, মাহবুব সোবহান জালাল, মোহাম্মদ শফিক ইঞ্জিনিয়ার শেখ নিজামুদ্দিন ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ।