আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শিল্পপতির বাড়ীতে ডাকাতি

শিল্পপতির বাড়ীতে ডাকাতি

আড়াইহাজারে শিল্পপতির বাড়ীতে ডাকাতি শিল্পপতির বাড়ীতে ডাকাতি

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিল্পপতির বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার মধ্য রাতে উপজেলার পাঁচগাঁও নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

১০-১২ জনের ডাকাত দল ওই গ্রামের জব্বার মুন্সি নামে শিল্পপতির বাড়ীর দেয়াল টপকে ক্যাচি গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগ ৭০ হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে বলে আক্রান্ত পরিবারের লোকজন জানায়। পরে ডাকাত দল একই গ্রামের শংকরের বাড়ীতে প্রবেশের চেষ্টা করলে পরিবারের লোকজনের ডাক চিৎকারে লোক জড়ো হতে থাকলে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে।