আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জন সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি মেয়র নাছির

চট্টগ্রাম সিটি মেয়র নাছির

জন সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি মেয়র নাছিরচট্টগ্রাম সিটি মেয়র নাছির

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
জনসচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বুধবার ৭ ফেব্রুয়ারি সকালে আন্দরকিল্লার নগর ভবনের বঙ্গবন্ধু চত্বরে মেয়র এ প্রচারাভিযানের উদ্বোধন করেন।

এরপর ফুটপাতে চলাচলে বিঘ্ন ঘটাবেন না, ট্রাফিক আইন মেনে চলুন, ব্যবসা পরিচালনার আগে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করুন’ ‘সময়মতো পৌরকর পরিশোধ করুন’, ‘গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন’, ‘আপনার সন্তানকে স্কুলে পাঠান’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এতে চসিক কাউন্সিলর এইচএম সোহেল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন সহ সর্বস্তরের কর্মকর্তা, চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি মোমিন রোড, চেরাগি পাহাড়, জামালখানসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।