বেনাপোল পৌর মেয়রের ভিক্ষুকদের মাঝে ত্রান বিতরণ
মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া মানুষদের (ভিক্ষুক) মধ্যে বেনাপোল পৌরসভায় পৌর মেয়র আশরাফুল আলম লিটন খাদ্য ও শীতবস্ত্রসহ ত্রান সামগ্রী বিতরন করেন। গতকাল সকাল সাড়ে ১০ টার সময় ত্রান মন্ত্রনালয়ের দেওয়া ত্রান সামগ্রী বিতরন করেন।
মেয়র লিটন সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে কুশলাদি বিনিময় করে উপস্থিত ১২৫ জনের ( ভিক্ষুক) মধ্যে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া ১ কেজি মুড়ি ১ কেজি চিনি ১ কেজি তেল এক প্যাকেট টোষ্ট ১ ডজন মোমবাতি ৬টি ম্যাচ ও ১টি করে কম্বল বিতরন করেন।
বেনাপোল পৌর সভার সহকারি হিসাব রক্ষক আব্দুল্লাহ আল মাসুম রনি বলেন , ত্রান মন্ত্রনালয়ের পাঠানো ত্রান সামগ্রী বেনাপোল পৌরসভার মাধ্যমে বিতরন করেন মেয়র লিটন। তিনি বলেন ত্রান মন্ত্রানলয়ের তালিকায় যাদের নাম আছে শুধুমাত্র সে সব পিছিয়ে পড়া মানুষেরা এসব ত্রান পাবে।