আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘‘জাতীয় গ্রন্থাগার’’ দিবস-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

জাতীয় গ্রন্থাগার

‘‘জাতীয় গ্রন্থাগার’’ দিবস-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

জাতীয় গ্রন্থাগার

সংবাদচর্চা ডেস্ক: ‘‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮’’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলার বিভিন্ন বেসরকারি গ্রন্থাগার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ভ্রাম্যমাণ লাইব্রেরি অংশগ্রহণ করে।

‘‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮’’ উপলক্ষে আয়োজিত র‌্যালী শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, প্রকৃত জ্ঞানার্জনের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অধিক হারে গ্রন্থাগার ব্যবহার করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিশু কিশোরসহ সকলকেই অধিক হারে বই পড়ার বিশেষ করে সৃজনশীল বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া অভিভাবক ও শিক্ষকদের এ ব্যাপারে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ জানান। জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জের লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন তার স্বাগত বক্তব্যের প্রারম্ভে ৫ ফেব্রুয়ারিকে ‘‘জাতীয় গ্রন্থাগার দিবস’’ ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লাইব্রেরির গুরুত্ব হাসপাতালের চেয়ে কোন অংশেই কম নয়, বরং বেশি। শিক্ষা ও স্বাস্থ্য আমাদের মৌলিক চাহিদা তাই হাসপাতালের সঙ্গে সঙ্গে গ্রন্থাগার স্থাপনের জন্য সদাসয় সরকারসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। আধুনিক বিশ্বে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে কারণ এখানে নেই কোন ধর্মীয় সাম্প্রদায়িকতা, নেই কোন হানাহানি ও কলহ। তাই জাতির মর্যাদাবোধের উন্নয়নে প্রতিটি নাগরিকের নিয়মিত গ্রন্থাগারে উপস্থিত হয়ে জ্ঞানার্জন করা একান্ত প্রয়োজন। তিনি বলেন, যতবেশি গ্রন্থাগার প্রতিষ্ঠা করা যাবে ততবেশি দেশের উন্নতি ও উপকার হবে আর বই হবে সভ্য মানুষের সঙ্গী। আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন, মোঃ বশির উদ্দিন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নারায়ণগঞ্জ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ-উদ-দৌলা খান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সুধীজন পাঠাগারের পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাশেম জামাল ,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভূইয়া এবং ব্র্যাক প্রতিনিধি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম ও এনজিওস নেটওয়ার্কের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস।