আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরে ধরা পড়ল ২ পিছ ইয়াবা, মামলা হলো ২০ পিছের

পড়ল-২-পিছ-ইয়াবা-মামলা-হলো-২

মাদারীপুরে ধরা পড়ল ২ পিছ ইয়াবা, মামলা হলো ২০ পিছের

শহিদুল ইসলাম লিখন:

শহরের প্রাণ কেন্দ্রে হাত বাড়ালেই ইয়াবা এখন মাদারীপুরের নিত্যনৈমিত্তিক ব্যাপার। মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা নেই কিশোর থেকে শুরু করে যুবক-যুবতীরা।

আর এ সুযোগে প্রশাসন হাতিয়ে নিচ্ছে অর্থ। কারণ ধরা পরছে ২ পিছ ইয়াবা আর চালান হচ্ছে ২০ পিছ। এমন ঘটনার অভিযোগ করছে প্রত্যক্ষদর্শীর। যার বাস্তবতা গত ২৫ জানুয়ারি মাদারীপুর পৌর এলাকার নতুন মাদারীপুরে। ঐ দিন ডিবি এস আই সোহেল ও এস আই গোবিন্দ নতুন মাদারীপুর এলাকা থেকে ২ পিছ ইয়াবাসহ আ. হাই মুন্সির ছেলে চয়ন মুন্সিকে আটক করে।

পরে আটককৃতকে মুক্তির জন্য দাবি করা হয় ২০ হাজ্রা টাকা। টাকা দিতে অস্বীকার করায় ২ পিছ ইয়াবা হয়ে যায় ২০ পিচে। কিন্তু জিআর -৫৮/১৮ তারিখ ২৬-১-২০১৮নং মামলার এজাহারে উল্লেখ আছে চয়ন মুন্সি ধরা পড়েছে শহরের ডিসি ব্রীজ এলাকায় আর স্বাক্ষী হিসেবে দেখানো হয়েছে স্বাক্ষীর বাড়ি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া গ্রামের স্বপন রায় ও ঘটমাঝি এলাকার আলাল মাতুব্বর।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর অভিমত রক্ষকই যদি এ ভূমিকায় থাকে তাহলে সাধারণ জনগোষ্ঠী কিভাবে আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে।

মাদকের ছোবল অব্যাহত থাকলে এলাকার যুব সমাজকে যে বাঁচানো যাবে না তা বলাই বাহুল্য। প্রশাসনের ক্ষমতার ভয়ে কেউ মুখ খুলছে না। কারণ মুখ খুললেই প্রতিহিংসার স্বীকার হতে হচ্ছে প্রত্যক্ষ ভুক্তভোগীদের।

এ ব্যাপারে ডিবি এসআই গোবিন্দ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অফিসে যাওয়ার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন।