আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে হত্যাপ্রচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাপ্রচেষ্টা মামলায় ১০ আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।

শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আনা মামলায় ২৪ আসামির মধ্যে ১০ জনকে মৃত্যুদন্ড, একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ মামলার আসামিদের মধ্যে ১০ জন খালাস পেয়েছে।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা থেকে তাকে বাদ দেয়া হয়। মুফতি হান্নান গতকাল রায় হওয়া মামলার অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে অন্যতম ছিলেন। ২০০৪ সালে আনোয়ার চৌধুরীকে হত্যার চেষ্টায় গ্রেনেড হামলার মামলায় উচ্চ আদালতের রায়ের পর চলতি বছর ১২ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।
এছাড়া শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের অপর এক মামলায় মুফতি হান্নান বাদে আসামী ছিলেন ১৩ জন। তাদের মধ্যে নয় জনকে ২০ বছর করে সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। খালাস পেয়েছে চারজন।