আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে:স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সংবিধান

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে:স্বাস্থ্যমন্ত্রী নাসিমসংবিধান

বাকি বিল্লাহ, বেড়া সাঁথিয়া সংবাদদাতাঃ  ”শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে হবে।’- গতকাল বৃহস্পতিবার বেড়া বিশ^বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় তিনি আরও বলেন, ’ আমাদের সামনে এখন চ্যালেঞ্জ। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সরকার গঠন করেছেন। সামনের নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফল সবাইকে মেনে নিতে হবে।জনগণ ভোট দিয়েছে জন্যই আমরা ক্ষমতাই রয়েছি। আগামী নির্বাচনেও জনগণ উন্নয়নের পক্ষেই রায় দেবে। কোন অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণ হয়েছে, জঙ্গী দমনেও সরকার কঠোর অবস্থানে। বাইরের দেশে আজ বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে।’

সাঁথিয়া ও বেড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভার সভাপতিত্ব করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য আ্যডভোকেট শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য খোন্দকার জাহাঙ্গীর কবির রানা। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু এবং মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রমুখ।