বেনাপোল ঘিবা সীমান্ত থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৯,ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১ফ্রেবয়ারী )ভোর ৫টার দিকে এ পিস্তল ও গুলি উদ্ধার করেন।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি স্থানীয় ঘিবা গ্রামে জব্বারের বাড়িতে অস্ত্র বেচাকেনা করছে ।এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালালে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি উদ্ধার করি ।
৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মনির হোসেন অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।