শামীম ওসমান একক সিন্ধান্তে জনসভা ডেকে পিছু হটলেননবকুমার:
নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই শামীম ওসমান একক সিন্ধান্তে জনসভা ডেকে পিছু হটলেন ।ঘোষনার ৩দিনের মাথায় কেন ওই সমাবেশ স্থগিত করলেন তার বিস্তারিত জানা যায়নি।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলাকালীন সময়ে আদালতপাড়ায় গণমাধ্যমকে ডেকে শামীম ওসমান বলেন, আগামী ৩ তারিখে স্মরণকালের বৃহৎ সমাবেশ করবো বলেছিলাম। ২০১৪ সালের ৫ জানুয়ারির পর যারা জ্বালাও পোড়াও করেছিল তাদের আস্ফালন আবারও দেখতে পাচ্ছি। এ সুযোগে স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত শিবিরের উপরের ভর করে দেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে আমি চেয়েছিলাম নারায়ণগঞ্জের মানুষকে আগের থেকে সচেতন করতে। এবং অশুভ শক্তিকে মোকাবেলা করতে। কিন্তু জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাদের সঙ্গে এখনও বিষয়টি ফাইনাল করতে পারিনি।
তাছাড়া ৮ তারিখে রায় ঘোষণা হবে। কৌশলগত কারণে ৮ তারিখে রায়ের পর আমরা সুবিধা মতো সময়ে নারায়ণগঞ্জে এ জনসভা করবো। কারণ আমরা রায়ের পক্ষে শ্রদ্ধাশীল। সবাইকে নিয়ে সমাবেশ করতে চাই।