সংবাদচর্চা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় নতুন ৭ প্রতিমন্ত্রী নিয়োগে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি আজ শুক্রবার ৭ জনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।
তারা হলেন-রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা (টাঙ্গাইল), সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ ইজহার খান (ঢাকা) এবং সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)।
নতুন সাত প্রতিমন্ত্রী শপথ নেবেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন।
আরও পড়তে পারেন

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি নির্বাচনে নৌকা প্রত্যাশী নারায়ণগঞ্জের সম্ভাব্য ১৫ নারীর ভাগ্য নির্ধারন হচ্ছে আজ। শনিবার (২৬ জানুয়ারী) দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয়…

সংবাদচর্চা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের ফজিলাতুন নেসার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। যেহেতু এ আসনে কোন বিদ্রোহী প্রার্থী নেই, তাই শনিবার বিকেলেই ফজিলাতুন নেসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে গণ্য হবেন।নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা নিয়ে…

সংবাদচর্চা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা নারী সংরক্ষিত আসনে বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এড. হোসনে আরা বাবলী প্রয়াত সাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান তারা দু’জনেই যার যার অবস্থান…
