আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে মাঠে ফিরতে সুয়ারেসের চার সপ্তাহ সময় লাগবে বলে বৃহস্পতিবার বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এই ফরোয়ার্ডের জাতীয় দল উরুগুয়ে জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে তার।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগের শেষ দিকে পায়ে ব্যথা পান সুয়ারেস। কিন্তু তার আগেই এরনেস্তো ভালভেরদে তিনজন খেলোয়াড় পরিবর্তন করে ফেলায় অস্বস্তি নিয়েই বাকি সময় খেলতে হয় ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

পরে ম্যাচ শেষে তার চোট পাওয়ার খবর জানান বার্সেলোনা কোচ। বৃহস্পতিবার আরও পরীক্ষা করা হবে বলে তখন জানিয়েছিলেন তিনি।

রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার পিএসজিতে চলে যাওয়ায় এমনিতেই বেশ বিপাকে পড়েছে বার্সেলোনা। সুয়ারেস ছিটকে পড়ায় তাদের সমস্যা আরও গুরুতর হলো।

কাম্প নউয়ে রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামবে কাতালান ক্লাবটি।

সুয়ারেসের চোটে উরুগুয়েকেও সমস্যায় পড়তে হবে। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৩১ অগাস্ট আর্জেন্টিনার বিপক্ষে ও ৫ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে তারকা এই স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হবে দলটিকে।

সর্বশেষ সংবাদ