আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টিপু হত্যায় ৩ আসামীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, সংবাদচর্চা

ফতুল্লার চরকাশিপুর এলাকায় ইজিবাইক চালক টিপু হাওলাদার হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ আসামী আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দী দিয়েছে। শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে আসামীরা ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি প্রদান করেন।

এর আগে, গত ৪ জানুয়ারি রাত ১১ টায় আসামীরা টিপুকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। মামলার আসামীরা হচ্ছে, আঃ রাজ্জাকের ছেলে রনি (২২), শাহজালাল সরদারের ছেলে সোহেল সরদার (২১), আমির হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২২)।

ঘটনার প্রায় ১৩ দিন পর আসামীরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। পরে আদালত জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

এমএ/এসএএইচ