নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে দেশজুড়ে মানুষ সেবায় নিয়োজিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিম । তার এসব কর্মকান্ড পুরোটাই ফ্রী। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে টিম খোরশেদের টিম সেক্রেটারী আলী সাবাব টিপুর মাধ্যমে টিমের ৯৯ তম প্লাজমা ডোনেশন করে টিম খোরশেদ। তাদের প্লাজমায় ইতোমধ্যে অনেক প্রাণ নতুন জীবন পেয়েছে।
কাউন্সিলর খোরশেদ জানান, মাত্র ১৬ দিনের শিশু (মাতার নাম মনি) জন্মলগ্ন থেকেই কঠিক রোগে আক্রান্ত। ঢাকা পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের আহবানে টিম খোরশেদ (নন কোভিড) বি পজিটিভ ৫০ এমএল ফ্রেস ফোরজেন প্লাজমার জন্য ৪৫০ এমএল বি পজিটিভ রক্ত ডোনেশন করেন।