আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

৭,৫০,০০০/- টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন এ্যাডঃ তৈমূর আলম খন্দকার।

নিজস্ব প্রতিবেদকঃ ১৮/১১/২০১৭ ইং সরকারী ঢাকা বধির হাই স্কুলের ছাত্র/ছাত্রীদের মধ্যে মোট ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ তৈমূর আলম খন্দকার। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব আবুল কালাম আজাদ। শিক্ষক শিক্ষাত্রী ও অভিভাবদের উপস্থিতিতে অত্র শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। প্রধান অতিথির ভাষণে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেন যে, বধিরদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য জাতীয় বধির সংস্থার নানবিধ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অভিভাবকদের দাবীর পরিপ্রেক্ষিতে ষ্টোররুম অন্যত্র সরিয়ে ছাত্রাবাসের আরো ৪০টি সিট বৃদ্ধির জন্য বধির সচিবালয়কে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করে বলেন যে, আগামী ৩০ দিনের মধ্যে ছাত্রাবাসের সিট বৃদ্ধির কাজ সমাপ্ত করতে হবে। লালবাগে সংস্থার নিজস্ব জমিতে জাতীয় বধির কমপ্লেক্স করার জন্য ইতোপূর্বে সংস্থার যে পরিকল্পনা রয়েছে তার বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের আস্বস্থ করেন। সভায় সমাপনী বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম।

স্পন্সরেড আর্টিকেলঃ