আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৭২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

৭২জন কৃতি

৭২জন কৃতি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাগবের হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের ৭২জন কৃতি ছাত্রছাত্রীকে গতকাল ৯ মার্চ শুক্রবার সংবর্ধনা দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাদের এ সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশালয় ও ঢাকা ভিলেজের পরিচালক মো. আবু বকর সিদ্দিকী বাদল। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,নারায়ণগঞ্জ জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মঞ্জুর, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাছান খোকন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মানিক আলী, শাহাবউদ্দিন ভুঁইয়া, মনিরুজ্জামান বাদশা, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের রূপগঞ্জ সংবাদদাতা এম.এ মোমেন,পরিচালক মো:মমিনুল ইসলাম প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

স্পন্সরেড আর্টিকেলঃ