আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই মার্চের জনসভাকে সফল করতে রূপগঞ্জে এমপি গাজীর ব্যাপক প্রস্তুতি

৭ই মার্চের জনসভাকে

৭ই মার্চের জনসভাকে সফল করতে রূপগঞ্জে এমপি গাজীর ব্যাপক প্রস্তুতি ৭ই মার্চের জনসভাকে

সংবাদচর্চা ডেস্ক:

বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত জনসভাকে সফল করতে রাজধানীর পার্শ্ববতী জেলা নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সোহরাওয়াদী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রূপগঞ্জের প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন উৎসবের আমেজ বইছে।ব্যানার, প্লাকার্ড,বিলবোর্ড ছেয়ে গেছে উপজেলার রাজপথ।

জানা গেছে আজ নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রূপগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রস্তুতি সভা করেছে।

৭ ই মার্চের জনসভার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে দৈনিক সংবাদচর্চাকে নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে আমি মুক্তিযুদ্ধে ঝাপি পড়ার প্রস্তুতি নেই।এবার ৭ই মার্চের ভাষণের গুরুত্ব একটু বেশি কারণ গত নভেম্বরে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করায় সারাদেশে উৎসব মুখর পরিবেশে দিনটি পালিত হবে।ইতোমধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। রূপগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে আমরা রূপগঞ্জ হতে সোহরাওয়াদী উদ্যানে যোগদান করব।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা জানান, আমরা স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রত্যেকটা পাড়া মহল্লা আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ বইছে।আশা করি আমরা কয়েক হাজার লোক নিয়ে রূপগঞ্জ হতে সোহরাওয়াদী উদ্যানের উদ্দেশ্যে রওনা দেব।

উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম জানান,বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে আয়োজিত জনসভায় আগামী নির্বাচন সম্পর্কে গুরুত্ব পূর্ণ দিক নিদেশনা আসবে।৭ ই মার্চে উদযাপন উপলক্ষে রূপগঞ্জ  উপজেলা অওয়ামীলীগ ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ,মহিলালীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।