আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ মে পর্যন্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাজ সীমিত

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ ২৬ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত সরকারী  দাপ্তরিক সময়সূচি অনুযায়ী  সীমিত পরিসরে চালু থাকবে।  এ সময়ে মন্ত্রণালয়ের সকল অনুবিভাগ /অধিশাখা/শাখা প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে এবং সেই আলোকে শাখার কর্মকর্তাগণ তাদের কর্মচারীদের  যাতায়াতের সুবিধা বিবেচনা করে অফিসে আসার নির্দেশ প্রদান করবেন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী নারায়ণগঞ্জ ১ আসনের সদস্য সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ কঠিন সময় পার করছে। করোনাভাইরাস মোকাবেলার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। আমরা সবাই সরকারের নির্দেশনাগুলো মেনে চলব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘাটতি কাটিয়ে উঠতে পারব।