আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪০টি টিয়া পাখি উদ্ধার

পাচারের সময় পঞ্চগড়ে  ৪০টি দেশি জাতের টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থেকে এসব পাখি উদ্ধার করে বন বিভাগ। এ সময় পাচারকারী কাউকে আটক করা যায়নি।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, পঞ্চগড় রেঞ্চের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধু সুদন বর্মন উপস্থিত ছিলেন।

বন বিভাগ পঞ্চগড় রেঞ্চের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধু সুদন বর্মন বলেন, পাখিগুলো দেশি জাতের টিয়া পাখি। এ পাখিগুলোকে ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাস থেকে পাখিগুলোকে উদ্ধার করি।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মকর্তারা পাখিগুলো উদ্ধার করেন। এ সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। পরে পাখিগুলো আমরা অবমুক্ত করি।