আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩২ বছর পর ধরা খেলো হত্যা মামলার আসামি

আড়াইহাজারে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিন (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। যিনি গত ৩২ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার কালাপাহাড়িয়ার বদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, আসামিকে কোর্টে চালান করে দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি সে। দীর্ঘদিন পলাতক ছিলো।

জানা গেছে আসামি আব্দুল মতিন কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাতকে গলাটিপে হত্যা করে। পরে নিহতের মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা করা হয়। নিজের স্ত্রী জান্নাতকে হত্যা করে পালিয়ে যায় মতিন। জান্নাত হাজীরটেক এলাকার হাজি ফয়েজুদ্দিন এর মেয়ে। স্ত্রী হত্যায় ১৯৯১ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।