সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেটে বিআরটিসির বাস চাপায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে। এসময় ঘাতক বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে।
মঙ্গলবার ২৮শে জুলাই দুপুর ১২ টার দিকে শহরের ২নং রেলগেট বিআরটিসির বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই নারীরকে চিকিৎসার জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সদর থানা ওসি আসাদুজ্জামান সংবাদচর্চাকে জানান, আহত ওই নারীর নাম জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সম্ভবত ওনার দুটি পা হারাতে পারে বলে ধারণা করছি।